মাটি ও মানুষের শিল্পী’ এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৫৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:০১, ১০ অক্টোবর ২০১৬
মাটি ও মানুষের শিল্পী’ এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। সুলতানের মৃত্যুর পর ‘এসএম সুলতান স্মৃতিসংগ্রহশালা’, ‘শিশুস্বর্গ’ এবং ‘সুলতান চারুকলা মহাবিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে আরো গতিশীল এবং পর্যটনবান্ধন করতে ৪৫টি উন্নয়ন প্রস্তাবনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এসএম সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার বসত বাড়িতে নির্মিত হয়েছে ‘এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা’, ‘শিশুস্বর্গ’ ও ‘এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়’।
এছাড়া চিত্রা নদীর পাড়ে সংরক্ষণ করা হয়েছে ‘ভ্রাম্যমাণ শিশুস্বর্গ’ বা ভাসমান দ্বিতল নৌকা। একই সঙ্গে সুলতানের হাতেগড়া ‘চিড়িয়াখানা’সহ ভ্রাম্যমাণ শিশুস্বর্গ পুণরুজ্জীবনের দাবি করেছেন সুলতানের পালিত কন্যা নীহার বালা।
এদিকে, সুলতানের হাতেগড়া ‘লালবাউল’ চত্বরে গত ২ সেপ্টেম্বর থেকে ‘শিশুস্বর্গ-২’ এর কার্যক্রম শুরু হয়েছে। সুলতানের জীবনদ্দশায় শিশুস্বর্গ-১ চালু হয়। দু’টি শিশুস্বগেই প্রতি শুক্রবারে শিশুদের চিত্রাঙ্কন শেখানো হয়।
সুলতান স্মৃতিসংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে পদক্ষেপ নেয়া হচ্ছে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন