ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পহেলা বৈশাখ

মাঠে থাকবে র‌্যাবের মোবাইল কোর্ট

প্রকাশিত : ১২:০৯, ১২ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:২৭, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর রমনা বটমুলে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্ণেল জাহাঙ্গীর আলম বলেছেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে র‌্যাবের মোবাইল কোর্ট মাঠে থাকবে। এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র‌্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়।’

তিনি আজ শুক্রবার সকাল ১১টায় সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র‌্যাবের পক্ষ থেকেও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি