ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

মাদক সেবনের পাশাপাশি ব্যবসাতেও জড়িয়ে পড়ছে তরুণরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:১৮, ১০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাদকের বিস্তার বেড়েই চলেছে বরিশালে। হাতের নাগালে পাওয়ায় আসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও।এদিকে, জনবল সংকটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম চলছে ঢিমেতালে। অবশ্য মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঠিক পথে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। ফলে সেবনের পাশাপাশি ব্যবসাতেও জড়িয়ে পড়ছে তরুণরা। বরিশাল মহানগর এলাকার এ অবস্থা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

মাঝে মধ্যে মাদকের চালান আটক হলেও সরবরাহের তুলনায় তা নিতান্তই কম হওয়ায় রোধ করা যাচ্ছেনা মাদকের বিস্তার।

সম্প্রতি মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তাদের চিকিৎসা ও আর্থিক পুনর্বাসনের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এ’আহ্বানে সাড়া দিয়েছে প্রায় দেড়শ’ মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

তবে প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবলও না থাকায় কার্যকরী পদক্ষেপ নিতে পারছেনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর।

ভিডিও...

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি