ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মাদক সেবনের পাশাপাশি ব্যবসাতেও জড়িয়ে পড়ছে তরুণরা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:১৮, ১০ নভেম্বর ২০১৮

মাদকের বিস্তার বেড়েই চলেছে বরিশালে। হাতের নাগালে পাওয়ায় আসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও।এদিকে, জনবল সংকটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম চলছে ঢিমেতালে। অবশ্য মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঠিক পথে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। ফলে সেবনের পাশাপাশি ব্যবসাতেও জড়িয়ে পড়ছে তরুণরা। বরিশাল মহানগর এলাকার এ অবস্থা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

মাঝে মধ্যে মাদকের চালান আটক হলেও সরবরাহের তুলনায় তা নিতান্তই কম হওয়ায় রোধ করা যাচ্ছেনা মাদকের বিস্তার।

সম্প্রতি মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তাদের চিকিৎসা ও আর্থিক পুনর্বাসনের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এ’আহ্বানে সাড়া দিয়েছে প্রায় দেড়শ’ মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

তবে প্রয়োজনের তুলনায় অর্ধেক জনবলও না থাকায় কার্যকরী পদক্ষেপ নিতে পারছেনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যুবসমাজকে রক্ষায় মাদক নির্মূলে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর।

ভিডিও...

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি