ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

‘মাদকাসক্ত হলে পুলিশ পরিচয় হারাবেন’

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১২, ১৫ সেপ্টেম্বর ২০২০

কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ প্রমাণিত হলে পুলিশ পরিচয় দেওয়ার অধিকার হারাবেন বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী ডিআইজি অফিসে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আব্দুল বাতেন বলেন, ‘পুলিশের কোনো সদস্য মাদকাসক্ত বা মাদক সরবরাহের কাজে যুক্ত থাকলে পুলিশ বাহিনীতে তাদের কোনো স্থান নেই। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি, অন্তত পক্ষে রাজশাহী রেঞ্জে থাকতে পারবে না এটা নিশ্চিত।’

তিনি বলেন, পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে ভাবমূর্তি নষ্টের কোন প্রমাণ পেলে তাকে যথাযথ শাস্তি প্রদান করা হবে। রাজশাহী বিভাগে অন্যায় হবে না তা আমি নিশ্চিত করতে পারি। আপনারা সত্য নিউজ করবেন। যাতে সেই নিউজের ভিত্তি ধরে আমরা ব্যবস্থা নিতে পারি।’

এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি