ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ৮ মে ২০২৪

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। 

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভোটারদের মাঝে ভয়ভীতি ও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ৯৫ নম্বর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান খানের অনুসারী এনামুল হাওলাদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান খানের অনুসারী আজাদ হাওলাদারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাশাপাশি কমপক্ষে ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে একজন সাধারণ ভোটারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় আহত হন মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের ইদ্রিস মোল্লা (৫৫), বাদশা হাওলাদার (৬৫), বাবুল হাওলাদার (৫০), শাহিন হাওলাদার (৪০), বিউটি বেগম (৪০) ও ফেরদাউস (২০)। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়াও তিনজন ভর্তি রয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এসএম সালাউদ্দিন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পরে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ভোটগ্রহণ চলছে। ওই কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি