ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মাদ্রাসা থেকে ফিরে ছাত্রীর বিষপান, অত:পর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ২১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে। জুবাইদা স্থানীয় সিরাজুল দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিলেন।
  
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা বাবার কাছে মাসিক বেতনের টাকা চেয়ে মাদরাসায় চলে যায়। মাদরাসা থেকে ফিরে এসে দুপুর সোয়া ২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে নিজের রুমে বিষ পান করেন।  

এরপর বিষের যন্ত্রণায় চিৎকার ও কান্নার শব্দ শুনে  মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
  
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি