ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

জাবিতে ভর্তি পরীক্ষা

‘মাদ্রাসা শিক্ষার্থীদের আলাদা মেধা তালিকা কেন অবৈধ নয়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকা তৈরি করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে ‍রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার তিন ভর্তিচ্ছুর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট  বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ‍শুনানি করেন ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক ও  অ্যাডভোকেট আবু রায়হান উদ্দিন।

এক সপ্তাহের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য, রেজিস্ট্রার, একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, ভর্তি কমিটির সচিব এবং কলা ও মানবিক অনুষদের ডীনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আগামী ১৮ নভেম্বর সি ইউনিটের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারিত রয়েছে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি