ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান নিয়োগে স্কুল ও মাদ্রাসার মধ্যে বৈষম্য

প্রকাশিত : ১০:৪৭, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪৭, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরিয়ান নিয়োগে স্কুল ও মাদ্রাসার মধ্যে বৈষম্য রয়েই গেছে। স্কুলগুলোতে লাইব্রেরি সুবিধা সৃষ্টি ও লাইব্রেরিয়ান থাকার সুবিধা থাকলেও, মাদ্রাসাগুলোয় এখনও সেই প্রক্রিয়া শুরু হয়নি। এমনকি দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ানের পদই নেই। শিক্ষা অধিদফতর বলছে, লাইব্রেরিয়ান পদের জন্য অর্থমন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হলেও, তা রয়েছে সবুজ সংকেতের অপেক্ষায়। মাধ্যমিক স্তরে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় পাঠ্য সূচীর গুনগত পার্থক্য কমিয়ে এনেছে সরকার। বিজ্ঞানের সব কটি বিষয়, ইংরেজি কিংবা গনিতের একই বই; পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে সব ধরনের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে সমান গতিতে। কিন্তু, স্কুলগুলোতে, লাইব্রেরি সুবিধা প্রাপ্তি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ চলমান থাকলেও, মাদ্রাসায় নেই। একে অনেকে দেখছেন দুই ধারার শিক্ষার বৈষম্য হিসেবে। শিক্ষাবিদরা বলছেন, দুই ধারার শিক্ষাকে সমান প্ল্যাটফর্মে এগিয়ে নিতে হলে স্কুলের মতই মাদ্রাসাগুলোতে লাইব্রেরী ও লাইব্রেরিয়ানের সুবিধা নিশ্চিত করতে হবে। সংশোধিত এমপিও নীতিমালায় নতুন স্টাফিং প্যাটার্ন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত। সেখানে মাদ্রাসার লাইব্রেরিয়ান পদ তৈরীরও প্রস্তাব রাখা হয়েছে। এ কাজে খুব বেশি সময় লাগবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি