মানববন্ধন করেছে কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল সরবরাহকারিরা
প্রকাশিত : ১৭:৫২, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:২৪, ২৫ মে ২০১৭

কর্ণফুলী পেপার মিল কর্তৃপক্ষের কাছে পাওনা প্রায় ৪০ কোটি টাকা আদায়ের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল সরবরাহকারি এসোসিয়েশন।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা অংশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নেন ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যরা। পরে সমাবেশে বলা হয়, গত দুই অর্থবছরে ৪০ কোটি টাকা বিল আটকে রেখেছে মিল কর্তৃপক্ষ। এর ফলে, অর্ধশত ঠিকাদারসহ প্রায় দুই লাখ শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে। ঈদের আগেই বকেয়া বিল পরিশোধের দাবি জানান বক্তারা।
আরও পড়ুন