মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তে আইন সংশোধন প্রয়োজনঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
প্রকাশিত : ২০:২৯, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৯, ১২ জানুয়ারি ২০১৭
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তে আইন সংশোধন প্রয়োজন বলে মনে করেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ’কথা বলেন তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বর্তমানে অন্যান্য সরকারি চাকরিজীবীদের মানবাধিকার লংঘনের বিষয়টি তদন্ত করা গেলেও, আইনি জটিলতার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লংঘনের বিষয়টি তদন্ত করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন