ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

মানবিক রূপে রানু মণ্ডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৫ এপ্রিল ২০২০

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানু মণ্ডলের কথা মনে আছে? পশ্চিবঙ্গের রানাঘাট স্টেশন থেকে বলিউড। এরপর জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন যিনি। অনেক দিন খোঁজ নেই তার। এবার আবারও শিরোনামে উঠে এলেন তিনি। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি রানু নতুন খবর হয়ে সামনে এলেন। তবে কোন গান নিয়ে নয়, এলাকার গরিব-দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই নারী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাড়ার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে বাড়ি থেকেই রেশনের ব্যবস্থা করেছেন রানু। এলাকার গরিব-দুঃস্থদের সেই চাল-ডাল-আলুর রেশন জুগিয়ে মানবিক রূপে ধরা দিয়েছেন তিনি।

রানু জানিয়েছেন, ঈশ্বর তাকে অনেক সাহায্য করেছেন। এমন এক মহামারীর পরিবেশে মানুষের পাশে দাঁড়াতে চান তিনিও। সেই সঙ্গে অন্যদেরকে করোনার সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “যেখানে ভালোবাসা, সেখানেই ভগবান। মানুষে সততার ফল কখনও বৃথা যায় না। ভালো কাজ করলে তার সুফল একদিন পাবেই।”

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। এর পর বলিউডের হিমেশের হাত ধরে সিনেমায় কণ্ঠ দেন। তিনি উঠে আসেন সংবাদমাধ্যমের শিরোনামে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি