ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

মানসম্মত স্ক্রিপ্ট পাচ্ছেন না রিয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক রিয়াজ। বড় পর্দার পাশাপাশি তিনি ছোট পর্দাও নিয়মিত অভিনয় করছেন। তবে বিশেষ বিশেষ দিবস কেন্দ্রীক নাটকে তাকে বেশি দেখা যায়। আসছে ঈদে একধিক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন রিয়াজ। যদিও তিনি বড় পর্দার তারকা। তবে অনেক দিন যাবৎ তিনি এ অঙ্গনে নেই। অর্থাৎ চলচ্চিত্রে খুবই কম দেখা গেছে তাকে।

সিনেমায় দূরত্ব নিয়ে রিয়াজ বলেন, ‘হ্যাঁ, কৃষ্ণপক্ষ সিনেমার পর আমার অভিনীত কোনো চলচ্চিত্রই মুক্তি পায়নি। আর নতুন কোনো সিনেমাতেও কাজ করা হয়নি। একটা বড় বিরতি হয়ে গেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। আমার কাছে অনেক স্ট্ক্রিপ্ট আসে। সেসব সিনেমাতে অভিনয় করার চেয়ে না করাই ভালো। আমাকে কাজে লাগাতে পারে সে রকম স্ট্ক্রিপ্ট নিয়ে পরিচালকদের আসতে হবে। তাহলে আবারও আমাকে সিনেমাতে দেখা যাবে। গুরুত্বহীন চরিত্রে কাজ করার পক্ষপাতি আমি নই।’

ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদ ও বিশেষ দিবসে ছোট পর্দায় বেশি কাজ করা হয়। এবারের ঈদের জন্য সম্প্রতি সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘কলুর বলদ’ নাটকের কাজ শেষ করেছি। নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া হোসেন। আশা করি- কমেডি ঘরানার নাটকটি সবার ভালো লাগবে। এ ছাড়া রাগিব শাহরিয়ারের পরিচালনায় ‘কবির হোসেন একজন কাপুরুষ’ নামে আরও একটি নাটকের কাজ শিগগিরই শুরু করব। এই ঈদে বেশি কাজ করতে পারব না। কারণ, এখন ব্যবসায় বেশি সময় দিচ্ছি।’

নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এই নায়ক বলেন, ‘দেড় বছর হলো ‘পিংক ক্রিয়েটিভ লিমিটেড’ নামে একটি কমিউনিকেশন এজেন্সি চালু করেছি। এটির আমি ব্যবস্থাপনা পরিচালক। কমিউনিকেশন, ইভেন্টস, ক্রিয়েটিভ কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানের আওতায়। পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসাও চালিয়ে যাচ্ছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি