মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ২ আনসার সদস্য আটক
প্রকাশিত : ২০:০৭, ১২ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬) এবং টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে সাহাদত হোসেন (৩২)।
ভুক্তভোগীর স্বামী জানান, আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রাত হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে তারা রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেন। এ সময় দায়িত্বে থাকা দুই আনসার সদস্য নিরাপত্তার কথা বলে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান।
ভুক্তভোগীর অভিযোগ, রাত ৩টার দিকে স্বামীকে আলাদা জায়গায় আটকে রেখে ওই দুই আনসার সদস্য তার স্ত্রীকে ধর্ষণ করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই দুই আনসর সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের দায় বাহিনী নেবে না। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর//
আরও পড়ুন










