ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫

মামলা জট নিরসনে প্রধান বিচারপতির উদ্যোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা জট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ জন্য গঠন করেছেন নির্দিষ্ট কয়েকটি হাইকোর্ট বেঞ্চ। এই উদ্যোগের পর একটি বেঞ্চে একমাসে নিষ্পত্তি হয়েছে ৫৫টি মামলা। প্রায় অভিন্ন চিত্র অন্য বেঞ্চগুলোতেও। 

এছাড়া আপিল বিভাগেও অযথা সময় নষ্ট না করে পড়ে থাকা মামলার দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি। 

১৯৮৬ সালের স্ত্রী হত্যা মামলা। পাবনার বিচারিক আদালতের যাবজ্জীবন হয় স্বামীর। রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন ১৯৮৮ সালে। ৩২ বছর পর সেই আপিলের রায় আসে। সাজা বহাল রাখেন হাইকোর্ট।

বরিশালের ইউনুস হাওলাদার। রাগের মাথায় ২ বছরের কন্যা শিশুকে উঠোনে ছুঁড়ে মারেন। শিশুটির মৃত্যু হলে ডোবায় লুকিয়ে রাখেন। এরই মধ্যে ৭ বছর কারাবাস করেছেন তিনি। ২৯ বছর পর হাইকোর্ট তাকে খালাস দেয়।  

প্রায় প্রতিদিনই ৩ থেকে ৪টি মামলা নিষ্পত্তি হচ্ছে বিচারপতি আবু জাফর সিদ্দিকে নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। ১৯৬০ সাল থেকে পড়ে থাকা মামলা নিষ্পত্তি করে আসছে এই ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ। 

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া বলেন, ‘হত্যা, অস্ত্র, ডাকাতি ও ধর্ষণ মামলাগুলোর শুনানি হচ্ছে আমাদের বেঞ্চে। গত সপ্তাহে আমাদের ১৯৮৭ সালের একটি পুরাতন মামলার শুনানি হয়েছে।’

পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির উদ্যোগের পরই মূলত উচ্চ আদালতের এই চিত্র। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গত সপ্তাহে ১৮টি মামলার রায় এসেছে। এখন পর্যন্ত আমাদের দ্বৈত বেঞ্চ থেকে ৫৫টি মামলার নিষ্পত্তি হয়েছে।’

আপিল বিভাগেও গত ৬ সেপ্টেম্বর থেকে দুটি বেঞ্চে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলছে পুরাতন মামলা নিষ্পত্তির জন্য।

জানতে চাইলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ‘হাইকোর্ট ও আপিল বিভাগকে পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। এক্সেপশনাল কোন কারণ না থাকলে দ্রুত সেগুলোর শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।’

পুরাতন মামলা নিষ্পত্তিতে সিরিয়াল মেইনটেন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘বার থেকে অনেক সময় মামলা নিয়ে এসে বলা হয় গুরুত্বপূর্ণ মামলা, তাই আগে নিষ্পত্তি করতে হবে। এখন থেকে তা হবে না। আগের মামলার নিষ্পতি আগে। সিরিয়াল ছাড়া কোন মামলা নিষ্পত্তি হবে না।’

সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্যমতে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে ২৩ হাজার ৬১৭টি মামলা বিচারাধীন ছিল। আর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা তা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬০টিতে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি