ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘মামলা নিষ্পত্তি হলেই নিষিদ্ধ হবে জামায়াত’

প্রকাশিত : ১৭:২২, ৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জামায়াতের বিরুদ্ধে চলমান মামলা নিষ্পত্তি হলেই নিষিদ্ধ করা হবে সংগঠনটিকে। বুধবার জাতীয় সংসদে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মামলা চলমান থাকায় এখন নিষিদ্ধ করা যাচ্ছে না ধর্মভিত্তিক রাজনৈতিক দলটিকে। তবে মামলা নিষ্পত্তি হলেই দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে।

কয়েকটি ইসলামী সংগঠনের ২৫ জন সদস্য জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করলে ২০০৯ সালের ২৭ জানুয়ারি বাংলাদেশের হাই কোর্ট একটি রুল জারি করে। জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ এবং নির্বাচন কমিশন সচিবকে ৬ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে আদালতের বেঞ্চ। পরবর্তিতে ১লা আগস্ট ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রুলের রায় ঘোষণা করে এতে সংগঠনের নিবন্ধন অবৈধ এবং সংগঠনটিকে নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষণা করা হয়।

ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে জামায়াত। গত ছয় বছর চলে গেলেও সেই আপিলের শুনানি শুরুর উদ্যোগ নেওয়া হয়নি।

উচ্চ আদালতের ওই রায়ের পর নির্বাচন কমিশন যুদ্ধাপরাধে অভিযুক্ত দলটির নিবন্ধন বাতিল ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। এরপর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলেও জাতীয় নির্বাচনে দলটি আর সরাসরি অংশ নিতে পারেনি।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি