ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

মাশরাফিকে মন্ত্রী করার জন্য নড়াইলে মানববন্ধন

প্রকাশিত : ১৮:০১, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী হিসেবে অন্তর্ভূক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, নারী নেত্রী আঞ্জুমান আরা প্রমুখ।

বক্তরা বলেন, নড়াইলবাসীর এখন একটাই চাওয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরার টুকরো মাশরাফিকে মন্ত্রিসভায় স্থান দিবেন।

মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কেআই/ এসএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি