ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

‘মিথ্যা তথ্য দিলে মুখোশ উন্মোচন করবে দুদক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৯ নভেম্বর ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দিলে মুখোশ উন্মোচন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদক চেয়ারম্যান বলেন, হলফনামায় সম্পদের তথ্য গোপন করলে তাকে চিহ্নিত করা কঠিন কিছু নয়। প্রার্থীদের হলফনামা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান চলমান রয়েছে তারা নির্বাচন করতে পারবের কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। তবে যারা দণ্ডিত আসামি তাদের নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি