ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মিমকে মিষ্টি মেয়ে বললেন জিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘সুলতান দ্য সেভিয়ার’। সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত বাংলাদেশের মিম আর কলকাতার জিৎ। প্রচারণার অংশ হিসেবে ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমকে নিয়ে জিৎ বলেন- ‘মিমের সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। যথেষ্ট ভালো অভিনেত্রী। বাংলাদেশে সে বেশ জনপ্রিয়। এককথায় মিম মিষ্টি মেয়ে।’

এরই মধ্যে কলকাতায় তিনটি সিনেমাতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিম—‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’, ‘সুলতান দ্য সেভিয়ার’। জিতের সঙ্গে মিমের পরিচয় হয়েছিল ঢাকায়। একটি সিনেমার শুটিং করতে জিৎ তখন বাংলাদেশে এসেছিলেন।

জিৎ জানিয়েছেন, ‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমাতে তার চরিত্রে কয়েকটি স্তর আছে। একটা জিৎ ভালো। নাম রাজা দত্ত। ট্যাক্সি ড্রাইভার। অন্য জিৎ পুরোপুরি মাতাল। টাকা ছাড়া কিছুই বোঝে না। এই দুটি চরিত্রের মধ্যে একটি যোগসূত্র আছে। সেটাই সিনেমার গল্পের রহস্য। আর সিনেমাতে তার ভিলেনের লুক দেখে নাকি তার মেয়ে একটুও ভয় পায়নি।

জিৎ বললেন, ‘বাড়িতে শুধু আমার মেয়ে নয়, বাড়ির অন্য বাচ্চারা এখন আমাকে গুন্ডা বলে ডাকে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি