ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মিমিকে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। লিগামেন্টে চোট পেয়ে আপাতত তিনি বিশ্রামে রয়েছেন। আর এ পরামর্শ দিয়েছেন তার চিকিৎসক। কিছুদিন আগে ব্যায়াম করার সময় চোট পান মিমি। তারপর থেকেই যন্ত্রণা শুরু হয়। যে কারণে চিকিৎসকের দ্বারস্থ হলে অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।

এদিকে বিছানায় পড়ে থাকতে আর ভালো লাগেছে না মিমির। এভাবে বসে থাকা অভিনেত্রীর পক্ষে অসম্ভব।

বিষটি নিয়ে মিমি বলেন, ‘সারাদিন শুয়ে থাকতে সত্যিই বিরক্ত লাগছে। শুয়ে শুয়ে ফিল্ম দেখছি। একনাগাড়ে আর কয়টা ফিল্ম দেখব? ভীষণ একঘেয়ে লাগছে। চিকিৎসক বলেছেন- বেশি চলাফেরা করলেই বাড়তে পারে যন্ত্রণা। তাই বিশ্রাম জরুরি।’

এদিকে বেশ কয়েকটি কাজের জন্য আগে থেকে সময় দেওয়া রয়েছে অভিনেত্রীর। কিন্তু কাজে অংশ নিতে পারছেন না এ মূহুর্তে।

উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে মিমি অভিনীত ‘ক্রিসক্রস’ সিনেমার টিজার ভিডিও। এতে মিমিকে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। মিমি ছাড়াও অভিনয় করছেন নুসরত জাহান, জয়া আহসান, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার সহ একাধিক তারকা। এই সিনেমাতে ফের একবার অর্জুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে মিমিকে।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি