ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মিমির ফার্স্ট টাইম মিউজিক্যালি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফার্স্ট টাইম মিউজিক্যালি ট্রাই করেছেন মিমি। তবে কোন আনন্দের গানে নয়। সম্প্রতি মিমির প্রকাশিত ‘ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা’-এই গানটির সঙ্গে মিউজিক্যালি ভাইরাল হয়েছে।

ইন্সটাগ্রামে এই মিউজিক্যালি পোস্ট করে মিমি লিখেছেন, ‘এটা আমার প্রথম প্রচেষ্টা।’
আর এই পোস্টই এখন ভাইরাল। মিমির অনুরাগীদের মধ্যে কেউ কেউ বলছেন খুব ভালো প্রচেষ্টা। আবার নিন্দুকেরা বলছেন রাজকে উদ্দেশ্যে করেই এমন মিউজিক্যালি করেছেন তিনি।
আসলে রাজ-শুভশ্রীর বিয়ের পর নবদম্পতির সঙ্গে সাধারণ মানুষের কৌতূহল বেড়েছে মিমিকে নিয়েও।

রাজের এই প্রাক্তণ প্রেমিকা কী করছেন? কোথায় যাচ্ছেন? সব কিছুতেই রয়েছে তাদের নজর। তাই সাবধানী হয়েও কোনও ফল মেলেনি। চুন থেকে পান খসলেই উঠছে নানান জল্পনা।
যদিও সময়ের দুর্বলতা বুঝে কোনও বেফাঁস মন্তব্য করছেন না নায়িকা। এমন কোনও কাজও করেননি, যাতে লোকে তাকে নিয়ে কথা বলার সুযোগ পান।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি