ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মিমির বিষাক্ত সম্পর্ক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

বেশ আয়োজন করেই বিয়ে হলো টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীর এক সময়ের প্রেমিক রাজ চক্রবর্তীর। অনেকেই বলছেন সেই শোকে কাতর অভিনেত্রী। তাই মিডিয়াও সব সময় দৃষ্টি রাখছে তার উপর। সোশ্যাল মিডিয়ায় তিনি কখন কি পোস্ট দিচ্ছেন তার দিকেও নজর রাখছে প্রতিমহেুর্তে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লেখিকা এম বালার্ডের এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিমি। যেখানে ‘বিষাক্ত সম্পর্ক’-র কথা রয়েছে। লেখাটি পোস্ট করেছেন তার প্রাক্তন প্রেমিক রাজ চক্রবর্তীর বিয়ের পরই।

মিমি কেন ওই ছবিটি শেয়ার করেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ প্রশ্ন তুলেছে। কারণ রাজ-শুভশ্রীর বিয়েতে মিমি ছিলেন গুঞ্জনের প্রধান কেন্দ্রে।

এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন- ‘হ্যাপি ফেস...’। আর এ নিয়ে নিন্দুকেরা বলছেন, রাজের বিয়ের দুঃখ ভুলতেই হয়তো নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছেন অভিনেত্রী।

যদিও রাজ-মিমিকে নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে ব্যক্তিগত ভালো-মন্দকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন মিমি। তাই এই ছবিটি পোস্ট করে মিমি বুঝাতে চেয়েছেন ‘জীবন ততটাই সুন্দর, যতটা আপনি দেখতে চাইবেন।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি