ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মিরসরাই উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে চিকিৎসা সরঞ্জাম প্রদান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৯, ৩১ মার্চ ২০২০

মিরসরাই উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) সহ চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এসব চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়।
 
উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন। পিপিই ছাড়া চিকিৎসা দিতে গেলে স্বাস্থ্যকর্মীরাও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০০টি পিপিই, ৩০টি মেডিকেল চশমা, ৬০০টি হ্যান্ড গ্লাবস, ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। চিকিৎসা সরঞ্জামগুলো দিয়ে চিকিৎসকরা স্বাস্থ্য সেবা দিতে পারবেন।

পিপিইসহ স্বাস্থ্য সরঞ্জাম দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজুসহ চিকিৎসকবৃন্দ।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি