ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মিরসরাই উপজেলা পরিষদের পুকুরের চারপাশে শোভাবর্ধন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ১০ আগস্ট ২০২০ | আপডেট: ১৯:৫২, ১০ আগস্ট ২০২০

মিরসরাই উপজেলা পরিষদের সমস্ত সরকারি অফিস পাশাপাশি এক জায়গায় সাজানো গোছানো। একটি নয়নাভিরাম পুকুরের চারপাশেই যেন সকল অফিসের  ঠিকানা। মাত্র ৪ মাসে  মিরসরাই উপজেলা পরিষদ রাজস্ব তহবিলের অর্থায়নে ৮ লাখ টাকা ব্যায়ে এই পুকুরের চারপাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন পায়ে হাঁটার পথ। 

সোমবার (১০ আগষ্ট) সকাল ১১টায় ১৮৩ মিটার পায়ে হাটার পথ শুভ উদ্ভোধন করেন, মিরসরাই  উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। 

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাস্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান  ইসমত আরা ফেন্সি প্রমুখ। 

এ সড়ক উদ্ভোধনের পর শ্রীবর্ধন করেছে অফিসপাড়ার দৃশ্যকে।  দুর- দুরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসে এসে উপজেলা পরিষদ চত্বর এলাকার চোখ জুড়ানো দৃশ্য দেখে মুগ্ধ হয়ে প্রশংসার ফুলঝুরি উঠছে দর্শনার্থীদের মুখে মুখে। এর কারণ হচ্ছে কাছাকাছি সময়ের ব্যবধানে শুভ উদ্ভোধন হয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার। আজ পায়ে হাটার পথ উদ্ভোধনের মধ্য দিয়ে  মীরসরাই পৌরবাসির দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এলাকার মানুষ সকাল কিংবা সন্ধ্যায় পায়ে হাটার বা শরীর চর্চার  নিরিবিলি একটি মনোরম  দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব স্থান পেলো।
  
পুকুরের চারপাশে রয়েছে  সরকারি গুরুত্বপূর্ণ অফিস সমূহ । উপজেলা চেয়ারম্যান কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় , উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় ,উপজেলা রাজস্ব কর্মকর্তার কার্যালয় ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ,উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ , কেন্দ্রীয় শহীদ মিনার,উপজেলা পরিষদ বঙ্গবন্ধু স্কয়ার ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কার্যালয় ,উপজেলা পরিষদ মিলনায়তন ইত্যাদি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা পরিষদ পুকুরের চারপাশে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পায়ে হাঁটার পথ। এলাকাবাসী, দর্শনার্থী  এবং সরকারী অফিসের কর্মকর্তা -কর্মচারীরা এর সুবিধা ভোগ করবেন।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি