ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১২:১২, ৪ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার বাদামতলী এলাকার এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার মৃত আইয়ুব আলমের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন মিশুর ছোটভাই।

নিহতের ভাই নাজমুল হোসেন মিশু জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয় শাওন। পরে স্থানীয়দের সহযোগীতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর এখনও পাইনি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘নাহিদের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। কয়েক মাস আগে তার বাবাও মারা গেছেন।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি