ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মির্জা ফখরুলের গলায় টাকার মালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:৫১, ২৪ ডিসেম্বর ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়ে দিয়েছেন এলাকাবাসী। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী।   

রোববার সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় তাকে টাকার মালা পড়ান এলাকাবাসী।    

এদিন বিকালে মির্জা ফখরুল জনসভায় উপস্থিত হওয়ার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।

জনসভায় মির্জা ফখরুল বলেন, `বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে।`

বিএনপি মহাসচিব, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা; ইনসাফ প্রতিষ্ঠা করা। কোথাও কোনো ন্যায় বিচার ও ইনসাফ নাই।   

তিনি বলেন, আওয়ামী লীগ আছে নাকি, আওয়ামী লীগ নাই; ঘরে ঘরে এখন ধানের শীষ আছে। এই ধানের শীষের উত্তালে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। এইজন্য বিভিন্ন জায়গায় হামলা-হুমকি দিচ্ছে।

এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, সদর থানা যুবদল সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদল সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।  

টাকার মালা প্রসঙ্গে জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করে। এটি ভালোবাসার প্রকাশ।

তিনি জানান, তিনটি মালায় মোট সাড়ে ৩৫ হাজার টাকা ছিল। একটি মালা দিয়েছে স্থানীয় মহিলা দলের পক্ষ থেকে। অপর দুটি মালা দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, মালায় মোট সাড়ে ৩৫ হাজার টাকা ছিল। একটি মালা দিয়েছে স্থানীয় মহিলা দলের পক্ষ থেকে। অপর দুটি মালা দিয়েছেন এলাকাবাসী।      

এসি
       


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি