ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মঞ্জুরুল করিম খান চৌধুরী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঞ্জুরুল করিম খান চৌধুরী বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে দ্বি-পক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন মঞ্জুরুল করিম।

গত মাসে অস্ট্রেলিয়া মিশনে বদলি হওয়া মিয়ানমারে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

শিক্ষা জীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিয়ারিং থেকে স্নাতক পাশ করে ইতালির লা সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি থেকে জিওপলিটিক্স ও গ্লোবাল সিকিউরিটিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মঞ্জুরুল করিম খান ।

উল্লেখ্য, ১৭তম বিসিএস (ফরেন অ্যাফায়ের্স) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালে কূটনৈতিক পাড়ায় পা রাখেন।  

এমএইচ/ এমজে

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি