ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

মুক্তি পাচ্ছে মাহির ‘পবিত্র ভালোবাসা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ৪ অক্টোবর ২০১৮

অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘পবিত্র ভালোবাসা’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা এ কে সোহেল। এতে মাহির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই সিনেমারই প্রযোজক রোকন উদ্দিন।

সিনেমাতে মাহি, রোকন উদ্দিন, ফেরদৌস ও মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।

এটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন এ কে সোহেল। প্রযোজনা করেছেন চাটগাঁ ফিল্ম প্রোডাকশন। সিনেমার সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পলাশ, কিশোর ও মনির খান।

এর আগে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে গত ৩ জুন ‘পবিত্র ভালোবাসা’ সিনেমার দুই মিনিট ৩৫ সেকেন্ডের টিজার প্রকাশ করা হয়। এই টিজারেই পুরো গল্প বলে দেওয়া হয়েছে। এমনকি গল্পের শেষে কী থাকবে, সেটাও জেনে গেছে দর্শক।

টিজারের শুরুতেই নায়ক ফেরদৌস ও মৌসুমীকে তরবারি হাতে অ্যাকশন লুকে দেখা যায়। এরই মধ্যে নায়িকা মাহি প্রবেশ করেন, সঙ্গে সিনেমার নবাগত নায়ক রোকন উদ্দিনের মুখে কবিতা ‘সীমার মাঝে অসীম তুমি, দৃষ্টিতে কি মিষ্টি’। বোঝা যায়, রোকন তার প্রেমে পড়েছেন। আবৃত্তি শুনে মাহি বিরক্ত হন। তারপর মাহির ভাইয়ের চরিত্রে অভিনেতা ফেরদৌস বাধা দেন মাহি ও রোকনের প্রেমে। তারপর হিরোর কিছু অ্যাকশন দৃশ্য ও মাহির সঙ্গে রোমান্টিক গানের অংশ। মাহির রোমান্টিক কিছু সংলাপ। ফেরদৌস ও মৌসুমীর কিছু দৃশ্য ও সংলাপ দেখে বোঝা যায়, তাদের মাঝে একসময় প্রেম ছিল। সিনেমাতে মাহি ও রোকন দুই ধর্মের মানুষ হওয়ার তাদের প্রেম মেনে নিতে পারেন না ফেরদৌস ও মৌসুমী। শেষে দেখা যায় মাহি ও রোকন দুজনই মৃত্যুবরণ করছেন।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি