ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভিডিও দেখুন

মুক্তি পেল ‘হইচই আনলিমিটেড’র টাইটেল ট্র্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে মুক্তি পেয়েছে ‘হইচই আনলিমিটেড’ সিনেমার টাইটেল ট্র্যাক। আর এ জন্য দক্ষিণ কলকাতার একটি শপিং কমপ্লেক্সে আয়োজন করা হয় বিশাল অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার অভিনেতা দেব সহ আরও অনেকে। হাজার হাজার মানুষের হইচই আর উপস্থিতিতে প্রথমবার কোনও টালিউড সিনেমার টাইটেল ট্র্যাক মুক্তি পেল।

এদিন প্রিয় দেবকে দেখতে কলকাতা সহ ঘাটাল, শিলিগুড়ি, বর্ধমান সহ বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। পুজার উৎসবে মেতে উঠতে আনন্দে মেতে হইচই করে সকলের সামনে সিনেমার এই টাইটেল ট্র্যাকটি মুক্তি দেওয়া হয়।

এ জন্য শপিং মলের ঠিক মাঝখানে তৈরি করা হয় মঞ্চ। অনুষ্ঠান স্থলে দেব ঢুকতেই জনসমুদ্র ধেয়ে আসছে তার দিকে। চারিদিক থেকে একটাই নাম ভেসে আসছে, ‘দেব দা’! আর সবার সামনে হইচই করেই সিনেমার টাইটেল ট্র্যাক মুক্তি পায়।

দেব ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৌশানী মুখোপাধ্যায়, মানসী সিনহা, রজতাভ দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে প্রমুখ।

টাইটেল ট্র্যাকটি গেয়েছেন মিক সিং ও মধুবন্তী বাগচী। গানের সুরকার স্যাভি গুপ্ত এবং গানের গীতিকার ঋদ্ধি।

দেখে নিন হইচই আনলিমিটেডের টাইটেল ট্র্যাক :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি