ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মুক্তি পেল ‘হেলিকপ্টার ইলা’র ফার্স্ট লুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

টালিউড থেকে বলিউডে তিনি। নিজের অভিনয় দক্ষতায় আজ ঋদ্ধি সেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত একজন অভিনেতা। ভিন্ন ধারার সিনেমাতে অভিনয় করে বারবারে মুগ্ধ করেছেন দর্শকদের। আবারও অন্যরকম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঋদ্ধি।
কাজলের মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘হেলিকপ্টার ইলা’ সিনেমাতে। যার ফার্স্ট লুক মুক্তি পেতেই হইচই পড়ে গেছে বলিউড থেকে টালিউডে। ‘হেলিকপ্টার ইলা’ সিনেমার পোস্টার জুড়ে কেবলমাত্র ঋদ্ধি। তার ওপরেই পোস্টারের সবটা ফোকাসড। তবে ঋদ্ধির বডি ল্যাঙ্গুয়েজে খানিক আঁচ করা যাচ্ছে সিনেমার চিত্রনাট্য।
এ যেনো পালাবার চেষ্টায় ঋদ্ধি। অন্যদিকে তাকে আটকে রেখেছে একটা হাত। পুতুল নাচের সামগ্রী দিয়ে বেঁধে কেউ একজন বেঁধে রেখেছে ঋদ্ধিকে। হাতটি একজন মহিলার। নেটিজেনের অনুমান সেই হাত আর কারও নয় কাজলের। সিনেমাতে ঋদ্ধির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। সিনেমার গল্প মা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে।

সিনেমাতে কাজল একজন জনপ্রিয় গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। বহু স্ট্রাগেলের পরও কিছুতেই নিজের লক্ষ্যে পৌঁছতে পারছেন না তিনি। অন্যদিকে তিনি একজন সিঙ্গেল মাদার। ছেলের সঙ্গে তার সম্পর্ক এবং তার নিজের জীবনের জটিলতা। সব মিলিয়েই মা-ছেলের সম্পর্ক ছাড়াও সিনেমাতে বিভিন্ন এলিমেন্টসই রয়েছে। এছাড়াও নেহা ধুপিয়াকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটির বিষয় ঘোষণা করার সময় জানানো হয়েছিল এটি একটি গুজরাতি নাটক হিন্দি রিমেক। নাটকটির নাম ‘বেটা কাগড়ো’। প্রদীপ সরকারের পরিচালনায় নির্মাণ হচ্ছে এ সিনেমা।
চিত্রনাট্য লিখেছেন মিতেশ শাহ এবং আনন্দ গান্ধি। ‘শিপ অফ থিসিয়স’ সিনেমার পরিচালক আনন্দ গান্ধি। সঙ্গীত পরিচালনায় থাকছেন অমিত ত্রিবেদি। গানের লিরিকস লিখেছেন স্বানন্দ কিরকিরে। অজয় দেবগণ রয়েছেন সিনেমার প্রযোজনায়। অজয়ের পাশাপাশি ধবল জয়ন্তীলাল গাদা এবং অক্ষয় জয়ন্তীলাল গাদাও সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন।
এ বছর ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পোস্টারটি অজয় দেবগণ নিজেই টুইটারে আপলোড করেছেন।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি