ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ে দু`দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন এবং কবি শামসুর রাহমান মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনটির আয়োজন করেছে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র। সহায়তা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আয়োজিত `১৯৭১ : মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব` শীর্ষক সম্মেলনে বাংলাদেশসহ আট দেশের গবেষকরা অংশ নেবেন। আজ সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি