ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় অনিবার্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ৩০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী জামাত-বিএনপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যুদ্ধাপরাধী জামাত-বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় অনিবার্য’।
আজ রোববার সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের ভোট সুষ্ঠুভাবে প্রদান করেছি। আর এ জন্য জন্য আমরা আশাবাদী।’
বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, এই সহিংসতা বন্ধ হবে কবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। জয় আমাদেরই হবে। আমাদের বিজয়ের মাধ্যমে এ সহিংসতা বন্ধ হয়ে যাবে।’
নির্বাচনী ফলাফল যা হবে আপনারা মেনে নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জনগণ যে রায় দেবে আমরা সেটাই মেনে নেব।’

এসএ/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি