ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধা আফসার উদ্দিনের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৩০ মে ২০২০

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়।

আফসার উদ্দিন বাবুল শুক্রবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আফসার উদ্দিন ছিলেন তোফায়েল আহমেদ এমপি’র মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

আফসার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও আফসার উদ্দিন বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি