ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মুক্তিযোদ্ধাদের বাড়ি দেবে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১ ডিসেম্বর ২০১৯

সরকার ১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ২ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

বৈঠক থেকে জানানো হয়, প্রতিটি বাড়ি নির্মাণের ব্যায় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য মুজিববর্ষের উপহার হিসেবে এই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বৈঠকে রাজাকারদের তালিকা তৈরির কাজ নিয়েও আলোচনা হয়। এছাড়া গুলিস্তান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়নের অগ্রগতি তুলে ধরা হয়।

সংসদীয় কমিটির এ বৈঠকে শাজাহান খানের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজিউদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম ও এবি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।  

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি