ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মুক্তিযোদ্ধার জমি দখল করে উল্টো মামলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৮, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল নিতে প্রভাবশালীদের হামলার একমাস পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। বর্তমানে আতংকে দিনযাপন করছেন পরিবারটির সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, থানা মামলা নেয়নি বরং হামলাকারিদের মামলায় তাদের হয়রানী করা হচ্ছে।

একাত্তরে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পৈত্রিক নিবাস রংপুরের মিঠাপুকুর উপজেলার পশ্চিম গেনারপাড়া গ্রামে। বাড়ির বাসিন্দা বলতে কেবল শতবর্ষী মা, দুই প্রতিবন্ধি ভাই ও দুই বোন। এই পরিবারের বসতভিটে ছাড়াও রয়েছে ৩৩ শতক আবাদী জমি।

গেলো ৮ আগষ্ট স্থানীয় প্রভাবশালী বাদল মিয়া ও ভাড়াটে সন্ত্রাসীরা ঐ জমির দখল নিতে যায়। বাধা দিতে গেলে ৪ ভাই-বোনকে মারধর ও বাড়িতেও হামলা চালায় তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় মামলা নেয়নি পুলিশ। বরং টাকার বিনিময়ে হামলাকারীদের মামলায় তাদের হয়রানী করা হচ্ছে। মিঠাপুকুর থানার এক পুলিশ কর্মকর্তাকে ছাগল বিক্রি করে ৮ হাজার টাকা দিতে হয়েছে বলেও জানান তারা।

এসব বিষয়ে মিঠাপুকুর থানার ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে প্রভাবশালী বাদল মিয়ার বাড়িতে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে।

আতংকে বাড়ির বাইরে যেতে না পেরে, মানবেতর দিন কাটাচ্ছেন ভুক্তভোগি পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি