ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

মুজিব জন্মশতবর্ষে নোয়াখালী পৌর পার্কে গাছে গাছে পাখির বাসা স্থাপন

আরেফিন শাকিল, নোয়াখালী

প্রকাশিত : ১১:৫৯, ১৮ মার্চ ২০২০

নোয়াখালী পৌর পার্কের সৌন্দর্যবর্ধন ও পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষে জেলার অন্যতম বৃহৎ অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘নোয়াখালী পেইজ’ এর উদ্যোগে ‘পরিবেশ রক্ষায় পাখিদের অভয়ারণ্য’ শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির আওতায় নোয়াখালী পৌর পার্কের পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও পার্ককে পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার লক্ষে গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক তন্ময় দাস এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, পাখিদের অভয়ারণ্য হিসেবে নোয়াখালী ছিল দেশের অন্যতম। হাজার হাজার পাখির কলতানে মুখরিত থাকতো নোয়াখালীর জনপদ। কিন্তু সে সব আজ অনেকটা বিলুপ্তির পথে। নগরায়ন আর শিল্পায়নের পথ ধরে অন্যান্য বড় শহরের মতো এই এলাকাও পাখিদের কলতান মুক্ত হতে শুরু করেছে। এমন সময় নোয়াখালী পেইজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার দাবিদার।

সংগঠনের আহ্বায়ক তৌহিদুর রহমান মিথুনের সভাপতিত্বে ফারহান ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মিজান রহমান, আজিম মামুন ও মশিউর রহমান রয়েল।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি