ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

মুজিববর্ষ উদযাপনে বরগুনা জেলার কর্মসূচি ঘোষণা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫১, ১০ জানুয়ারি ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনে কর্মসূচি ঘোষণা করেছে বরগুনা জেলা প্রশাসন। 

শুক্রবার (১০ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১টায় মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রম সংক্রান্ত বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

সংবাদ সম্মেলনে বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা এবং অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল ও সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। 

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি