ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মুদ্রণ উপকরণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বইমেলায় (ভিডিও)

আদিত্য মামুন, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক বাজারে কাগজসহ মুদ্রণ উপকরণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে অমর একুশে বইমেলায়। প্রকাশকরা বলছেন, দাম আগের চেয়ে বেশি হলেও পাঠকরা মুখ ফিরিয়ে নেননি। তালিকা কাটছাট করে বইমুখি আছেন সবশ্রেণীর মানুষ। 

পরপর দুইবার কোভিড আর এবার কাগজের বাজার চড়া- মলিন মুখে বইমেলায় এসেছেন অনেক প্রকাশক। আগেকার ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখা হবে কি-না তা নিয়েই চলছে অমর একুশে বইমেলা। 

ফর্মা প্রতি বইয়ে খরচ বেড়েছে। ছাপা-বাঁধাইসহ কাগজের দামের সঙ্গে মিলিয়ে দাম রাখছেন প্রকাশকরা। পরিস্থিতি বিবেচনায় সবার নাগালের মধ্যে মূল্য রাখার কথা জানালেন কেউ কেউ।

প্রকাশকরা জানান, ছবি ছাপার কাগজটা যে দামে কিনতাম এবার তার মূল্য দ্বিগুণের বেশি। স্বাভাবিকভাবে বইয়ের দামটাও বেশি রাখতে হচ্ছে। বিষয়টি জানা, তাই পাঠকের কোনো অভিযোগ নেই।

লেখকরা বলছেন, বইয়ের দাম বাড়লেও বেচা-কেনায় তার খুব একটা পড়েনি। পাঠকরা কিনছেন তাদের পছন্দের বই। 

লেখকরা জানান, যে বইটা কিনতে চান সে বইটার দাম যতই হোক, সেটি যদি তার প্রত্যাশিত বই হয় মূল্যের জন্য বই কেনা ঠেকে থাকবে না। দাম সামঞ্জস্য করেই রাখা হয়েছে, যাতে পাঠকরা সহজভাবে গ্রহণ করতে পারেন।

পাঠক-ক্রেতারা মেলায় এসে বইয়ের দাম দেখে তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।

ক্রেতারা জানান, যে বেই ২শ’ টাকা ছিল সেটা এখন ৪-৫শ’ টাকা। আগে যেটা হাফ দামে কিনতাম এখন সেটা ডিসকাউন্ট দেওয়ার পরও বেশি দামে কিনতে হচ্ছে। সে কারণে আগে ৫টা কিনলে এখন ২টি কিনছি।

দাম যতোই হোক মোবাইল ফোন আসক্তি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে তাদের বইপ্রেমি হিসেবে গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছেন অনেকেই।

সপ্তম দিনে মেলায় নতুন বই এসেছে ৭৭টি। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি