ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের ২ পক্ষের গোলাগুলিতে নিহত ১, আহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৪:১৪, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন।
সকালে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান জীবন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূইয়া গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এ’সময় দু’পক্ষই পাল্লাপাল্টি গুলি ছোঁড়ে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গুলিবিদ্ধ ৩ জনকে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। এছাড়া, বোমার আঘাতে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি