ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে কানা সুমন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫১, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় মাদকব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে সুমন বিশ্বাস ওরফে কানা সুমন (৩২) নামে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার কাছলা ব্রিজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন নৈদিঘীর পাথর গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয় সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ২৫টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে যে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয় তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি