ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মুন্সিগঞ্জে মাজারে দুই নারীর গলাকাটা লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুন্সিগঞ্জের ‘বারেক লেংটার’ মাজার থেকে দুই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ সদরের ভিটির শিলমন্দির এলাকার এ মাজার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মাজারের খাদেম মাসুদ খান গণমাধ্যমকে বলেন, নিহতদের একজন আমেনা বেগম (৬০)। তিনি মাজারের খাদেম হিসেবে দির্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছিলেন। আর অপর নিহত তাইজুন খাতুন (৪৮) পীরের ভক্ত হিসেবে মাঝে মাঝে  মাজারে আসতেন। তিনি বলেন, গতরাতে তারা মাজারেই ছিলেন। সকালে আমি মাজারের তালা খুলে ভিতরে প্রবেশ করেই দেখি তাদের লাশ পড়ে আছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। কে বা কি উদ্ধেশ্যে তাদের হত্যা করা হয়েছে তদন্ত চলছে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি