ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

মুসলমান ধর্মে মেয়েদের হাত মেলানো উচিৎ না: পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় `সেন্স অব হিউমার` অনুষ্ঠানটি শুরু থেকেই আলোচনায়। জনপ্রিয়তাও পেয়েছে বেশ। সম্প্রতি এ অনুষ্ঠানে অংশ নেওয়া চলচ্চিত্র নায়িকা পপির একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসেই তিনি উপস্থাপক জয়ের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। সেটিই এখন অনেকে শেয়ার করছেন এবং নানা ধরনের মন্তব্য করছেন। পরে অবশ্য জয় পপির হাত না ধরলেও তাকে ধরে মঞ্চে নিয়ে যান।

অনুষ্ঠানে উপস্থাপক জয় ও পপির কথোপকথনের শুরুর অংশটা হুবুহু তুলে ধরা হল:

জয়: সেন্স অব হিউমারের সেটে স্বাগত।
পপি: ধন্যবাদ।
জয়: (নিজের হাত বাড়িয়ে) হাত কি মিলানো যাবে?
পপি: স্লামালিকুম
জয়:ওয়ালাইকুম। ওহ! আসসালামুআলাইকুম বেয়াইন সাব?
পপি: বেয়াইন সাব না। আসলে মুসলমান ধর্মে মেয়েদের...
জয়: হাত মেলানো যায় না..
পপি: হাত মেলানো উচিৎ না
জয়: সেজন্য তুমি আমার সাথে হাত মেলাবা না...
পপি: মনের মিল থাকলেই তো হচ্ছে...
জয়: এই মনের মিল করেই কী এত বছরের সিনেমা ক্যারিয়ার পার করে দিলে? হাত না মিলিয়েই?
পপি: যেখানে মনের মিল আপনার সাথে এত বেশি... সেখানে হাত না মেলালেই...
জয়: মানে, কোনোভাবেই তোমার হাত ধরে তোমাকে স্বাগত জানানো যাবে না, আচ্ছা ঠিক আছে চল আমি তোমাকে আমার চেয়ারে বসিয়ে দিই।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি