ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মুসার বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১ আগস্ট ২০১৭

প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন আগামী ১১ সেপ্টেম্বর দাখিলে দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এই দিন নির্ধারণ করেন।

বিলাসবহুল গাড়ি কিনে দুই কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে ৯৬ হাজার কোটি টাকার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে এ মামলা করা হয়।

ঢাকার অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বলেন, আজ থানা থেকে মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) ও এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আসে। পরে বিচারক এজাহার আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

আনিসুর রহমান আরও জানান, গতকাল সোমবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) জাকির হোসেন বাদী হয়ে মুদ্রাপাচার প্রতিরোধ আইনে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২১ মার্চ প্রিন্স মুসা বিন শমসেরের গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তার কেনা রেঞ্জরোভার ব্র্যান্ডের গাড়ি জব্দ করে।

পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে দেখা যায়, প্রিন্স মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখানোর মাধ্যমে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন। কিন্তু গাড়িটির প্রকৃত শুল্ক ছিলো দুই কোটি ১৭ লাখ টাকা।

 

আরকে/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি