ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

মূল্যবান জিনিস খুঁজে পেলেন জিত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য মুক্তি পেয়েছে টালিউড তারকা জিতের ‘সুলতান দ্য সেভিয়ার’-এর মতো ছবি। সব ধরনের দর্শক পছন্দ করেছেন তার অভিনয়। সেই ভাল লাগার মধ্যে হঠাৎ করেই এক মূল্যবান জিনিস খুঁজে পেলেন জিত। আর সঙ্গে সঙ্গে তা শেয়ার করে নিয়েছেন সোশ্যাল অডিয়েন্সের সঙ্গে।

জিত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছড়িয়ে রয়েছে বেশ কিছু কয়েন। রয়েছে কিছু পুরনো টাকাও। আর রয়েছে পুরনো একটি পাউডার কৌটো।

ছবির ক্যাপশনে জিত লিখেছেন, ‘দেখুন, আমি কি আবিষ্কার করেছি… আমার পিগি ব্যাঙ্ক…যখন আমার সদ্য যৌবন ছিল। মূল্যবান….।’

অর্থাৎ ছোটবেলায় অনেকের মতই, একটু একটু করে পয়সা জমাতেন অভিনেতা। খুচরো পয়সার সঙ্গে সেই তালিকায় ছিল টাকাও। এতদিন পরে তা ফের খুঁজে পেয়েছেন। আর ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকা যে কোনও জিনিসই তো মূল্যবান। সেই খুশিই জিত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।     

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি