ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মৃত্যুর মিছিলে চাপা পড়েছে রাঙামাটির মানুষের ঈদের আনন্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৬ জুন ২০১৭

পাহাড় ধসে মৃত্যুর মিছিলে চাপা পড়েছে রাঙামাটির মানুষের ঈদের আনন্দ। বিভিন্ন আশ্রয় শিবিরে কেটেছে অন্যরকম ঈদ। তাদের সাথে ঈদ কাটাতে এসেছিলেন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। এই সহমর্মিতায় আনন্দ প্রকাশ করেছেন আশ্রিতরাও।

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের আশ্রয় শিবিরে থাকা মুসলমানরা এবার পালন করলেন অন্যরকম এক ঈদ উৎসব।

সকালে রাঙামাটি সরকারী কলেজে থাকা আশ্রিতদের সাথে ঈদ করতে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

ঈদের নতুন পোশাক বিতরণ করেন তারা। পরে আশ্রয় শিবিরে থাকা মানুষদের সাথে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন।

এসময় দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা প্রশাসক।

গেল ১৩ জুন ভারী বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয়। এঘটনায় রাঙামাটি শহরের ১৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ২শ মানুষ।



 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি