ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

মেঘনায় ভেসে উঠল নটরডেম ছাত্রের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ডুবে যাওয়ার একদিন পর ভেসে উঠেছে নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাকুল মেহরাবের লাশ।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা জানান, নিখোঁজের ২৬ ঘণ্টা পর রোববার সন্ধ্যায় সোনারামপুর ঘটনাস্থলের পাশে মেঘনা নদীতে ইসরাকুল মেহরাবের লাশ ভেসে ওঠে।

এর আগে সকাল ১১টার দিকে আশুগঞ্জের জিটিসিএল ও ভৈরব কাঠপট্টির মাঝামাঝি এলাকায় সানজিদা বিনতে তানভিরের লাশ পায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার এই দুই শিক্ষার্থী মেঘনা নদীতে নেমে নিখোঁজ হন। এরা দুজনই রাজধানীর নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইউএনও মৌসুমী রাতে জানান, ইসরাকুল মেহরাবের লাশ ভাসতে দেখে এলাকাবাসী ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ভৈরব ও ময়মনসিংহ ডুবুরি দল গিয়ে লাশ উদ্ধার করে।

নৌবাহিনীর উদ্ধারকারী দলের সাব লেফটেনেন্ট মো. আক্কাস আলী জানান, রোববার সকাল থেকেই মেঘনা নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। দুজনকেই পাওয়া যাওয়ায় আমাদের উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।

মৃত তানজিবা বিনতে তানভীর ওরফে প্রাপ্তি (২০) ঢাকার লক্ষ্মীবাজারের তানভীর আহমেদের মেয়ে। আর ইসরাকের বাড়ি ঢাকার মগবাজারে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি