মেধাবী ছাত্র হিমাদ্র্রী হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড বহাল
প্রকাশিত : ১৪:২৫, ৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৩২, ৩ নভেম্বর ২০২২

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্র্রী মজুমদারকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে।
৫ জনের ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ।
চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামার ফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে ধরে নিয়ে যায় আসামি শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। পরে আসামিরা তাকে পাঁচলাইশ এলাকায় রিয়াদের বাবা ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে নিয়ে যায়।
সেখানে আটকে রেখে তাকে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
এরপর হাসপাতালে ২৬ দিন চিকিৎসার পর মারা যায় হিমাদ্রী।
পরে ২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রী হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের একটি আদালত।
এএইচ
আরও পড়ুন