ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিক্রিয়া

মেসি খাম্বার মতো স্থির ছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২২ জুন ২০১৮ | আপডেট: ১১:২৭, ২২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পুরো খেলাজুড়েই মেসি ছিলেন নিস্প্রভ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ছিলেন মূর্তি হয়ে। যেখানে সবাই মেসির দিকে তাকিয়ে ছিলেন, সেখানেই মেসি নিস্প্রভ। আর্জেন্টাইন গণমাধ্যম মেসির এ নিস্প্রভতাকে খাম্বার সঙ্গে তুলনা করেছেন।

আর্জেন্টিনার ফুটবল দলকে রীতিমতো ধুয়ে দিচ্ছে দেশটির গণমাধ্যম। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো এ ফলাফলকে আখ্যা দিয়েছেন প্রিয় মানুষের লাশের সঙ্গে। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে, এই ভার সহ্য করা যায় না। মেসির সমালোচনা করে দেশটির স্থানীয় টেলিভিশন ধারাভাষ্যকার ডিয়েগো লাতোররি বলেছেন, মেসি বৈদ্যুতিক খাম্বার মতো স্থির হয়ে ছিলেন। তাঁর পায়ে গতি ছিল না। পুরো ম্যাচে মেসি মনমরা হয়ে ছিলেন।

ক্লারিন নামের একটি পত্রিকা লিখেছে, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা বিপর্যয়ের শিকার হয়েছে।’ তারা লিখেছে, ‘আর্জেন্টিনা হতাশ করেছে এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পথে।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি