মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫০, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৬ জুন ২০১৭

মেহেরপুর সদর উপজেলার নুুরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে নুুরপুর মোড় এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ’সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফিরাতুল ইসলাম নিহত হয়। আহত হন ৫ পুলিশ সদস্যও। ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টারগানসহ গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন