ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মোছলেম উদ্দিন দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন: ইঞ্জি.মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৬, ১৮ জুন ২০২৩

Ekushey Television Ltd.

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দক্ষিণ জেলার সদ্যপ্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক আবু ছালেহর শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সাতকানিয়া আলিয়া মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিনি বলেন, মোছলেম উদ্দিন আহমদ ও আবু ছালেহ দলের নিবেদিতপ্রাণ সংগঠক। তারা দু’জনেই দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। তাদের দলের প্রতি কর্তব্যবোধ এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সর্বদা ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে প্রতিহত করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতীতের মতো সকল অপশক্তি প্রতিহত করে চূড়ান্ত বিজয় অর্জন করব।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি