ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়ায় লরীর ধাক্কায় বন কর্মকর্তা নিহত

সাতকানিয়া, চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫৫, ১১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়ায় তমা গ্রুপের লরীর ধাক্কায় বন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ১১ই অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটের নয়াখাল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি পদুয়া রেন্জের বনকর্মকর্তা হিসেবে কর্মরত।

পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে মোটর সাইকেল নিয়ে কেরানীহাটের নয়াখালের মুখ এলাকায় পৌছাঁলেই তমা গ্রুপের একটি লরী বন কর্মকর্তাকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।

এবিষয়ে হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, এ বিষয়ে তমা গ্রুপের গাড়ীটি জব্দ করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি